জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি - New System

 



জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি: 2023

 

জন্ম নিবন্ধন এর গুরুত্ব সম্পর্কে আশা করি নতুন করে কিছু বলতে হবে না। কারণ এই কয়েক বছরের অভিজ্ঞতায় সবাই হয়তো বুঝতে পেরেছেন জন্ম নিবন্ধন এর প্রয়োজনীয়তা কতটুকু। সময় মত জন্ম নিবন্ধন করতে না পারলে পরবর্তীতে কি কি সমস্যার সম্মূখীন হতে হয়েছে আমাদের কে।


আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড (Birth Certificate Download) করতে হয়। জন্ম নিবন্ধন অনলাইন কপি ( Birth Certificate Online Copy) বিভিন্ন প্রয়োজনে আমাদের দরকার পড়ে। যেমন, নতুন জন্ম নিবন্ধন (New Birth Certificate) করার পরে অনলাইনে ঠিকমত এন্ট্রি হলো কিনা, বাংলা-ইংরেজি সব তথ্য ঠিক আছে কিনা, জন্ম নিবন্ধন এর অনলাইন ভেরিফিকেশন কপি ( Birth Certificate Verification Copy) শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন পড়ে, অথবা বাহিরে থাকলে তখন অনলাইন থেকে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি ( Online bris Check ) তুলে ব্যবহার করে পারি, এছাড়াও নানা প্রয়োজনে এটি আমাদের দরকার হয়।


জন্ম নিবন্ধন অনলাইন কপি ( Jonmo Nibondhon Online Copy ) দেখার পুরাতন যে সার্ভারটি ছিল সেটি এখন আর কাজ করছে না। তার পরিবর্তে এখন নতুন একটি সার্ভার চালু হয়েছে যার মাধ্যমে আমরা জন্ম তথ্য যাচাই করতে পারব। জন্ম নিবন্ধন অনলাইন কপি থেকে আপনি ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, নিবন্ধন এর কার্যালয়, ইস্যু তারিখ, রেজি: তারিখ ইত্যাদি তথ্য খুব সহজেই পেয়ে যাবেন। পরবর্তীতে এটি আপনি পিডিএফ আকার সেভ করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন।


 

প্রথমেই আপনি যে কোন সার্চ বারে গিয়ে নিম্নক্ত লিংকটিতে প্রবেশ করুন:

https://everify.bdris.gov.bd/



এর পর নিচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে। 


জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি, Bdris Download, Birth Certificate Download, Birth Certificate Online Copy, Jonmo Nibondhon Online Copy, bris,



প্রথম ঘরে আপনার ১৭ ডিজিটেরে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখুন। যদি আপনার জন্ম নিবন্ধনটি ১৬ ডিজিটের হয় তবে ১১ সংখ্যার পরে একটি ০ বসিয়ে ১৭ সংখ্যা বানিয়ে দেখতে পারেন। যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকে তবে চলে আসবে।


জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি, Bdris Download, Birth Certificate Download, Birth Certificate Online Copy, Jonmo Nibondhon Online Copy, bris,



তারপর আপনার জন্ম সালটি লিখুন। নিচের দেখান ধরণ অনুযায়ী সাল, মাস তারিখ।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি, Bdris Download, Birth Certificate Download, Birth Certificate Online Copy, Jonmo Nibondhon Online Copy, bris,




জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড অনলাইন কপি, Bdris Download, Birth Certificate Download, Birth Certificate Online Copy, Jonmo Nibondhon Online Copy, bris,


এর পর নিচে দেখানো সংখ্যা‘র যোগ ফল অথবা বিয়োগ ফল লিখুন। এবার সার্চে ক্লিক করুন। আপনার সামনে চলে আসবে আপনার জন্ম নিবন্ধন এর অনলাইন কপি।



Post a Comment

Previous Post Next Post