এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - পদ সংখ্যা ১২৩০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ।



এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, NSI Job Circular 2022, National Security Intelligence, গোয়েন্দা সংস্থ্য নিয়োগ, গোয়েন্দা নিয়োগ, এনএসআই নিয়োগ ২০২২, cnp job



NSI ( National Security Intelligence ) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থ। এনএসআই মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সংস্থা। এনএসআই এর কার্যক্রম অত্যন্ত গোপনীয় যার ফলে এনএসআই এর অভ্যন্তরীন কর্মকান্ড সম্পর্কে বাহিরের মানুষের খুব কম ধারণা রয়েছে। তবে সাধারণত রাষ্ট্রীয় বিভিন্ন প্রয়োজনে তথ্য উপাত্ত সংগ্রহ সহ বিভিন্ন সরকারি চাকুরিতে লোক নিয়োগের পূর্বে ভেরিফিকেশন করে থাকে। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর কেবিনেট মিটিং-এ একটি রেজুলেশনের মাধ্যমে 'জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা' প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা-তে অবস্থিত।


প্রায় প্রতি বছর এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এবছরও এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( NSI Job Circular2022 ) প্রকাশিত হবে। খুব শ্রিঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বর্তমানে এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2021 এর জনবল নিয়োগ এর চূড়ান্ত কার্যক্রম শেষ করা হচ্ছে। এর পরে NSI Job Circular 2022 প্রকাশ করা হবে। এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগন তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। উক্ত বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে প্রায় ১২৩০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে। তাই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন এনএসআই নিয়োগ ২০২২ এর পরীক্ষার জন্য।

 


**প্রয়োজনীয় তথ্যবলী**


প্রতিষ্ঠানের নামজাতীয় গোয়েন্দা সংস্থা
বিভাগের নামNational Security Intelligence (NSI)
চাকুরির ধরনসরকারি চাকরি


পদ সংখ্যা১২৩০ টি
প্রার্থীর ধরননারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতাবিস্তারিত দেখুন
আবেদন করার বয়স১৮-৩০ ( মুক্তিযোদ্ধা কোটা- ১৮-৩২)
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর সময়
আবেদনের শেষ সময়N/A
অফিশিয়াল ওয়েবসাইটhttps://pmo.gov.bd/
আবেদন করার লিংকনিচে দেখুন

 

 

 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
National Security Intelligence NSI Job Circular 2022

 

পদের নাম : সহকারী পরিচালক

পদ সংখ্যা : ১৪০ টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 বিস্তারিত

পদের নাম : গবেষণা কর্মকর্তা

পদ সংখ্যা : ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 

 

পদের নাম : সহকারী প্রোগ্রামার

পদ সংখ্যা : ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/সিএসই/ইইই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 

পদের নাম : ফিল্ড অফিসার

পদ সংখ্যা : ১০৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

 

পদের নাম: রেডিও টেকনিশিয়ান

পদ সংখ্যা: ০২ টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

 

পদের নাম: অ্যাকাউনট্যান্ট কাম ক্যাশিয়ার

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রী।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 

পদের নাম : জুনিয়র ফিল্ড অফিসার

পদ সংখ্যা : ১০২ টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

 

NSI JOB CIRCULAR Download

 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।

অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে ৪৫ ৭০, কম্পিউটার টাইপিং- প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে ২৫ ৩০।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

 

পদের নাম : ফটোগ্রাফার

পদ সংখ্যা : ০২ টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

 

পদের নাম : ওয়্যারলেস অপারেটর

পদ সংখ্যা : ৮৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।

বেতন স্কেল : ,৭০০-২৩,৪৯০ টাকা।

 

 

পদের নাম: অফিস এ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ,৩০০-২২,৪৯০ টাকা।

 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৬১ টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং- প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ,৩০০-২২,৪৯০ টাকা।

 

পদের নাম: ওয়াচার কনস্টেবল

পদ সংখ্যা: ৭৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ,০০০-২১,৮০০ টাকা।

 

 

পদের নাম: ডেসপাচ রাইডার

পদ সংখ্যা: ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ,৮০০-২১,৩১০ টাকা।

 

পদের নাম : অফিস সহায়ক

পদ সংখ্যা : ০৬ টি

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।

বেতন : ,২৫০-২০,০১০ টাকা।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় এনএসআই জব সার্কুলার

এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, NSI Job Circular 2022, National Security Intelligence, গোয়েন্দা সংস্থ্য নিয়োগ, গোয়েন্দা নিয়োগ, এনএসআই নিয়োগ ২০২২, cnp job



👉BEPRC Job Circular 2022



এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি


1st SMS: CNP<Space> User Id Send to 16222

Example: CNP ABC125D Send to 16222


Reply: Applicant’s Name, Tk-…..will be charged as an application fee. Your PIN is 12345678. To pay fee, type CNP<space>yes<space>PIN & s


Example: CNP YES 12345678


2nd SMS: CNP <Space> YES <Space> PIN <Space> Send to 16222


Example: CNP YES 15485544 Send to 16222


Reply: Congratulations, Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (********) & Password is (********).




আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://cnp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


DC OFFICE JOB CIRCULAR 2022


Post a Comment

أحدث أقدم