জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
Online Birth Certificate
জন্ম নিবন্ধন সনদ অনলাইন ( Online Birth Certificate ) করার নিয়ম 2022। কিছু নিয়ম অনুসরন করে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন ( Birth Certificate Online Copy ) করে নিতে পারেন খুব সহজে । এই বর্তমান সময়ে জন্ম নিবন্ধন ছাড়া আমাদের চলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি কাজে জন্ম নিবন্ধন আমাদের প্রয়োজন হয়। তাই সন্তান জন্মের পর ভবিষ্যৎ এর সকল সমস্যা এড়াতে ও আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে এই জন্ম নিবন্ধন করা আপনার অন্যান্য দায়িত্বের মতই গুরুত্বপূর্ণ। অবহেলা করলে হয়তো আপনাকে ভবিষ্যতে নানা রকম ঝামেলা পোহাতে হতে পারে।
কি কি কাজে জন্ম নিবন্ধন লাগে
সন্তানকে স্কুলে ভর্তি করতে
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য
জাতীয় পরিচয় পত্র ( NID ) তৈরি করতে
পাসপোর্ট তৈরি করতে
বিবাহ নিবন্ধন
ব্যাংক একাউন্ট খুলতে
সরকারি, বেসরকারি চাকুরিতে
সকল প্রকার রাষ্ট্রিয় কাজে জাতীয় পরিচয় পত্র না থাকলে এর বিকল্প হিসাবে
মৃত্যু নিবন্ধন করতে
নতুন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগে
বয়স অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলো
🛑 বয়স ০ হতে ৪৫ দিন হলে:
ইপিআই ( টিকার ) কার্ড
পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারি ট্যাক্সের রশিদ
বিদ্যুৎ বিলের কপি
অনলাইনে আবেদনের সময় অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
🛑 বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে:
ইপিআই ( টিকার ) কার্ড
স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন
পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
হোল্ডিং ট্যাক্সের রশিদ /চৌকিদারি ট্যাক্সের রশিদ
বিদ্যুৎ বিলের কপি
অনলাইনে আবেদনের সময় অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
🛑 বয়স ৫ বছর এর অধিক হলে:
শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষা সনদ না থাকলে সরকারি এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন পত্র
যাদের জন্ম ০১/০১/২০০১ এর আগে তাদের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক
যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পরে তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনসহ জাতীয়
পরিচয় পত্রের ফটোকপি
হোল্ডিং ট্যাক্সের রশিদ /চৌকিদারি ট্যাক্সের রশিদ
বিদ্যুৎ বিলের কপি
অনলাইনে আবেদনের সময় নিজ/অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপিতে নির্দিষ্ট স্থানে ইউপি সদস্য এর স্বাক্ষর নিতে হবে।
অন্যথায় আবেদন পত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সকল প্রক্রিয়া শেষ করার পর আপনার সংশিষ্ট
ইউনিয়ন/পৌরসভা কার্যালয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর প্রায় ৩ থেকে ৭ কর্ম দিবসের মধ্যে আপনার
অনলাইন জন্ম নিবন্ধন ( online birth certificate ) আপনার হাতে পাবেন।
কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করবেন
How to apply for birth certificate online
জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে https://bdris.gov.bd/br/applicationএই ওয়েব লিংকে প্রবেশ করতে হবে। এর পর নিচের দেখানো পদ্ধতি অনুসরণ ( Birth certificate online apply
process ) করে আপনি নিজেই নিজের জন্ম নিবন্ধন এর আবেদন করতে পারবেন।
১. আপনি যে ঠিকানা থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে চান সে ঠিকানা নির্বাচন করতে হবে অর্থাৎ
যে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন বানাবেন। নিবন্ধন এর কার্যালয় ( ইউনিয়ন পরিষদ/পৌরসভা )
যদি আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা হয় সে ক্ষেত্রে জন্মস্থান বা স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে আর
যদি আপনি ঐ ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা হন সে ক্ষেত্রে বর্তমান ঠিকানা নির্বাচন করতে হবে। আপনি
যদি দেশের বাহিরে বসবাস করেনে এবং বিদেশ থেকে জন্ম নিবন্ধন ( birth certificate ) সংগ্রহ করতে চান
সে ক্ষেত্রে দূতাবাস নির্বাচন করতে হবে। এর পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
২. এপর্যায়ে আপনার নাম, জন্ম তারিখ, আপনি পিতা-মাতার কততম সন্তান, লিঙ্গ, এনআইডি নম্বর এবং
আপনার জন্মস্থানের ঠিকানা দিতে হবে। সঠিক তথ্য দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।
৩. তৃতীয় ধাপে আপনার পিতা মাতার তথ্য দিতে হবে।
৪. এর পর আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা দিতে হবে।
৫. আবেদনকারীর তথ্য ও মোবাইল নাম্বার দিতে হবে। এই ধাপে আপনাকে দুটি কাগজ সংযুক্ত করতে হবে।
১। শিক্ষাগত যোগ্যতার সনদ অথবা ডাক্তারি প্রত্যয়ন পত্র, ২। চৌকিদারি ট্যাক্সের রশিদ অথবা বিদ্যুৎ বিলের কপি।
৬. সকল তথ্য প্রিভিউ দেখাবে, তথ্য সংশোধন করার প্রয়োজন পড়লে পূর্ববর্তী বাটনে ক্লিক করে যে অংশে তথ্য ভুল রয়েছে সে অংশ থেকে তথ্য সংশোধন করে নিতে হবে । এর পর চূড়ান্ত ভাবে সাবমিট করতে হবে।
উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে অনলাইন আবেদন করার পর ১৫ দিন এর মধ্যে আবেদন পত্রের প্রিন্ট কপি
(প্রয়োজনীয় কাগজপত্রসহ) আপনার ইউপি/পৌরসভা/সিটি কর্পোরেশন কার্যালয়ে জমা দিতে হবে।
Post a Comment